বরিশাল-৫ আসনের সংসদ-সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ভোলার গ্যাস বরিশালে সরবরাহের কার্যক্রম আগামী ৬ মাসের মধ্যে শুরু হবে। গ্যাস সরবরাহ হলে বরিশালে শিল্প কলকারখানা গড়ে উঠবে। যুবকদের বেকারত্ব লাঘব হবে। সদর উপজেলার লামছড়িতে প্রস্তাবিত অর্থনৈতিক জোন বাস্তবায়িত হলে সেখানে ১০০ থেকে ২০০ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে শনিবার সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, বরিশালবাসী জাগ্রত হয়েছে। তাই নতুন বরিশাল গড়ার অঙ্গীকার আমাদের। প্রধানমন্ত্রী ৮০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। আমরা দুজন মিলে কাজ করে সুন্দর বাসযোগ্য নগরী গড়ে তুলব।
বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা কেবিএস আহমদ কবির, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, রেজাউল হক হারুন, শাজাহান হাওলাদার, লস্কর নুরুল হক, নিজামুল ইসলাম নিজাম প্রমুখ।
অনুষ্ঠানে নগরীর ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। এর একপর্যায়ে সিটি মেয়র খোকন প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ফুল দিয়ে বরণ করে নেন।
0 Comments