Header Ads Widget

পুনমের মৃত্যুর ভুয়া খবরে বিতর্ক

 



ক্যারিয়ারজুড়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। প্রচারে থাকতে নানা কাণ্ডে সমালোচিত হয়েছেন তিনি। তাই বলে নিজের মৃত্যুর খবর ছড়াবেন—এমনটা কেউ ভাবেনি।
শুক্রবার নিজের ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে নিজেকে ‘মৃত’ বলে দাবি করেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। তাঁর ব্যবস্থাপকের বরাতে এনডটিভি, ইন্ডিয়া টুডের মতো শীর্ষ সংবাদমাধ্যমেও মৃত্যুর খবরটি আসে।

তাঁকে নিয়ে শোক–চর্চার মধ্যেই শনিবার দুপুরে আচমকা ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। এতে পুনম বলেন, মূলত জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির জন্য এই ভুয়া খবর ছড়িয়েছেন তিনি। ক্ষমাও চেয়েছেন তিনি।
এরপর থেকেই পুনমকে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, ‘এটি সবচেয়ে খুব বাজে প্রচার। ’একজন লিখেছেন, ‘আলোচনায় থাকতে একজন মানুষ কতটা নিচে নামতে পারেন। পুনম পান্ডে একজন প্রতারক। ’




আরেকজন লিখেছেন, ‘মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে মানুষের আবেগ নিয়ে খেলেছে পুনম, এটা অসুস্থ মানসিকতা। ’
সামাজিক মাধ্যমে পুনমকে নিয়ে বিদ্রুপও করছেন অনেকে। মিম বানানোর হিড়িক পড়েছে; তাঁকে ‘সবচেয়ে বাজে প্রচার’–এর জন্য পুরস্কার তুলে দেওয়ার একটি ছবি ছড়িয়ে পড়েছে।




২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। তাঁকে কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো ‘লক আপে’ দেখা গিয়েছিল। এই শোয়ের কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এ ছাড়া ‘খতরো কা খিলাড়ি’-তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী।

Post a Comment

0 Comments